• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সময়ের অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত ২২ এপ্রিল ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

১ টি রাইফেলের ম্যাগাজিনসহ মুক্তিযুদ্ধকালীন সময়ের জরাজীর্ণ অস্ত্র আজ সোমবার (২২ এপ্রিল) বিকালে উদ্ধার করেছে পুলিশ। ক্যানেল সংস্কারের মাটি খনন করার সময় মাটির সাথে এসব অস্ত্র উঠে আসে।

উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন ডালিয়া প্রধান সেচ খালের সংস্কারের মাটি খনন করা হচ্ছিল। এসময় এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি খনন করার সময় ১ টি গ্রেনেট, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ২ টি মাইন, ১ টি মটার সেল (ভাঙ্গা) ও ১ টি রাইফেলের ম্যাগাজিন উঠে আসে। স্থানীয় লোকজন এসব অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে অস্ত্র গুলোর বিষয়ে নিশ্চিত হয়ে সেখানে পুলিশি পাহারা বসানো হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান- অস্ত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য র‌্যাবের বোম স্কোয়াট টিমকে খবর দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা তাদের এসব অস্ত্র লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads